ফেসিয়াল পালসি বা বেলস পালসি হলে যা করণীয়

মোট দেখেছে : 499
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফেসিয়াল পালসি বা বেলস পালসি হলে ভিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। যেমন, চোখ দিয়ে পানি পড়া, মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া এবং হাসতে গেলে মুখ বাঁকা হয়ে যাওয়া এবং খাবার গিলতে গেলে কষ্ট হওয়া ইত্যাদি। জন বেলস নামক ব্যাক্তি সর্ব প্রথম এই রোগ আবিষ্কার করেন যার নামানুসারে পরবর্টিতে এটি বেলস পালসি নামে পরিচিত হতে থাকে।

লক্ষণঃ

বেলস পালসির কারন সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা না গেলেও ধরে নেওয়া হয় এটি ঠান্ডাজনিত কারনে বিভিন্ন ধনের ভাইরাসে আক্রমণে এটি হয়ে থাকে।

বিশেষ করে এই সমস্যাটি টিনেজাদের মধ্যে বেশী দেখা যায়, অনেক ক্ষেত্রে বস্কদের মাঝেও এই সমস্যাটি দেখা দিতে পারে।

প্রতিকারঃ

বিশেষজ্ঞদের মতে, কারো যদি বেলস পালসির লক্ষণ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে সাথে সাথে কোন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এর তথ্যবধানে

কিছু মেডিসিন গ্রহণ এবং পাশাপাশি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট এর তথ্যাবধানে থেকে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এবং  কিছু ইলেক্ট্রিক্যাল

মডালিটিস বিশেষ করে নার্ভ স্টিমুলেটর, আল্ট্রাসাউন্ড থেরাপি এবং ম্যানুয়েল এক্সারসাইজ ইত্যাদি যদি নিয়মিত গ্রহণ করা হয় তাহলে তিন থেকে চার সপ্তাহের ভেতরে 

এই কন্ডিশনটি সম্পুর্ণ ভাল হয়ে যাতে পারে। 


তাই যদি কারো ফেসিয়াল বা বেলস পালসি এর লক্ষণ দেখা দেয় তবে উপরুক্ত সেবা গুলো অতিসত্ত্বর গ্রহণ করা গেলে আশা করা যায় এই রোগ থেকে তাড়াতাড়িই

মুক্তি লাভ করা সম্ভব।

আরো দেখুন

সর্বশেষ ফটো