সম্প্রতি এক গবেষণায় গত এক বছরে বাজার দরের বিরাট তারতম্য লক্ষ্য করা গেছে। ২০২২ রমজানের বাজার দরের তুলনায় ২০২৩ এর বাজার দরের তালিকা প্রায় দ্বিগুনে পৌছে গেছে।
দুই রমজানে দ্রব্যমুল্যের আকাশ-পাতাল তারতম্য

মোট দেখেছে :
459




চলুন দেখে নেই এক বছরে বাজার দরের তারতম্যঃ
৩৬৫ দিনে বাজার দরে তারতম্য |
||
নিত্যপন্য |
রমজান - ২০২২ |
রমজান -২০২৩ |
ভোজ্য তেল (লিটার) |
১৫৪ টাকা |
১৯০ টাকা |
ছোলা (কেজি) |
৭০ টাকা |
৯৫ টাকা |
ডিম (ডজন) |
১১০ টাকা |
১৪০ টাকা |
মুরগী (ব্রয়লার) |
১৫০ টাকা |
৩০০ টাকা |
গরুর মাংস (কেজি) |
৬৫০ টাকা |
৮০০ টাকা |
চিনি (কেজি) |
৮০ টাকা |
১২০ টাকা |
ডাল (কেজি) |
১১৫ টাকা |
১৩৫ টাকা |
খেজুর (মানভেদে) |
১৫০-৩০০ টাকা |
৩০০-৬০০টাকা |
চাল (কেজি) |
৬০টাকা |
৮৫টাকা |
আটা (খোলা কেজি) |
৩৫টাকা |
৬০টাকা |
বি.দ্রঃ উপরে উল্লেখিত দ্রব্যমুল্যের দাম মার্চ ২০২৩ রমজান
পুর্ববর্তী বাজার দর অনুযায়ী।