সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাজাজ কর্তৃক আয়োজিত পালসার ম্যানিয়া। আজ শুক্রবার ১২ই মে থেকে ১৩ মে পর্যন্ত দুইদিন ব্যাপি চলবে ফ্রি সার্ভিসিং সেবার আয়োজন। পালসার সহ বাজাজ এর বাইকসমূহ পাবে এ ফ্রিই সার্ভিসিং সেবাটি।
সিলেটে অনুষ্টিত বাজাজ পালসার ম্যানিয়াতে যা যা থাকছে

মোট দেখেছে :
331




বাজাজের এই পালসার ম্যানিয়াতে রাইডাররা এক্সপেরিয়েন্স করতে পারবেন পালসার মডেলের নতুন Pulsar N160 with Dual Channel ABS এর পাওয়ার প্রিসাইশন কন্ট্রোল্টি।
এছাড়াও উক্ত আয়োজনে থাকছে Pulsar N160 টেস্ট রাইড, সব বাজাজ বাইকের জন্য ফ্রী সার্ভিসিং, গেইমস এবং লিফলেট কুপন, যা জমা দিলে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরষ্কার!
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত এই পালসার ম্যানিয়াটি আয়োজন করা হয়েছে সিলেটের শাহজালাল উপশহরে বানিজ্য মেলা মাঠ সংলগ্ন শাহজালাল উপশহর একাডেমী মাঠে।
উল্লেখ্য, টেস্ট রাইডের জন্য অবশ্যই বাইকারদের ড্রাইভিং লাইসেন্স এবং জুতা পরে আসার অনুরোধ করা হয়েছে।