নিজের বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ইনিংসের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। সাথে সাথে নিজের ক্যারিয়ারের ২৬তম শতক পূর্ণ করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ওইদিন পাক পেসার আমের জামালের বলে চার হাঁকিয়ে দারুন আপার কাট বাউন্ডারিতে স্বভাবসুলভ উদযাপক করেন মারকুটে এই অজি ব্যাটার।
ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দেড়শো পেরুলেন ডেভিড ওয়ার্নার





পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন এই ঘোষণা আগেভাগে দিয়ে রেখেছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও চেয়েছে যেকোন মূল্যে তাঁর বিদায়কে স্মরনীয় করে রাখতে। ৩৭ বছর বয়সী এই ব্যাটার মাঠে নামার পর থেকেই দারুন ছন্দে খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত মাত্র ১২৬ বল খেলে ১টি ৬ এবং ১৪টি চারের সাহায্যে নিজের ২৬তম টেস্ট শতক পুর্ণ করেন।
উল্লেখ্য, গতমাসেই রেকর্ড ৬বারের মত বিশ্বকাপ জিতে নেয় তাঁর দল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওই বিশকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে সেই রেশ টেনে আনলেন ওয়ার্নার।
প্রসংগত, প্রায় এক দশকের বেশি সময় থেকে অস্ট্রেলিয়ান টপ অর্ডারের অন্যতম এবং প্রদান ভরসা হয়ে আসছিলেন এই অজি তারকা। সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে তেমন ফর্মে মেলে ধরতে পারেননি বিধায় কিছু সমালোচনার জন্ম দিলেও নিজের শেষ টেস্টের কথা আগেভাগে জানিয়ে দিয়ে সঠিক সময়ে পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন ডেভিড।