নিউজিল্যান্ডকে ১০০ রানও পূরণ করতে দিলনা বাংলাদেশ; ১৫ওভারেই জয়

মোট দেখেছে : 197
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আবারো রেকর্ড গড়লো বাংলার টাইগাররা। নিউজিল্যেন্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডেতে এক ধরনের গুড়িয়ে দিয়েছে শান্ত বাহিনী। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের ১৫ওভারও খেলতে দেয়নি বাংলাদেশ।

মাউন্ট মংগানুইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। কিউইদের সাথে এই সিরিজে বাংলাদেশের তাসকিন, হাসান মাহমুদ, ইবাদত হোসেনের মত কোন বোলারই খেলছেন না। তবুও নতুন পেসাররা তাদের আক্রমণাত্মক বোলিংয়ে কাবু করেছে ব্ল্যাকক্যাপদের। যে বোলারদের বাংলাদেশ একাদশ পূরণ করতে এতদিন সাথে করে রেখেছিল বাংলাদেশ এবার তারাই চমক দেখিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড গড়ে দিয়ে। ম্যাচের পুরো ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। টাইগার পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার তিনজন বোলারই তিনটি করে উইকেট নেন, বাকি একটি উইকেট নিজে ঝুলিতে পুরে নেন মুস্তাফিজ।
টাইগার পেসারদের বোলিং তোপে একেক পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। অবশেষে ৩১ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৯৮ রানে থামতে বাধ্য হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চোখের সমস্যাজনিত কারণে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি সৌম্য সরকার। মাত্র ৪রানে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য। এরপর এনামুল হক বিজয়কে সাথে করে ক্যাপ্টেন নাজমুল হোশেন শান্ত মাত্র ১৫ওভারেই বাংলাদেশকে জয়ের কিনারায় পৌছে দেন। কয়েকটি রান বাকি থাকতেই আউট হন এনামুল হক বিজয়। অবশেষে লিটন কুমার দাস মাত্র এক রান যোগ করার সুযোগ পান। সিরিজের শেষ এই ম্যাচে নাজমুল হোশেন শান্ত নিজের ব্যক্তিগত ফিফটি পুর্ন করে ৫১ রানে অপরাজিত থাকেন

নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশাল জয়ের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়ং টাইগার পেসার তানজিম হাসান সাকিব। উল্লেখ্য, বাংলাদেশের এই পেসার গেল বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও দুর্ভাগ্যবসত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচেও তিনটি উইকেট শিকার করে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব অর্জন করেছিলেন জুনিয়র সাকিব। আজকে মাউন্ট মংগানুইয়ে নিজের সেই আত্মবিশ্বাসটাকে আবারো পুনরুজ্জীবিত করে বিশ্বকে জানান দিলেন কতটা আত্মঘাতী হয়ে উঠতে পারেন এই তরুণ ক্রিকেটার।

আরো দেখুন

সর্বশেষ ফটো