ভারত পাকিস্তানের মধ্যকার দুই দেশে হামলা পাল্টা হামলার মাঝখানেই চলছিল আইপিএল এর খেলা। দেশটির ধর্মশালায় অনুষ্টিতব্য পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচের ১০.১ ওভার চলাকালীন সময়ে হঠাত করেই ফ্লাডলাইট অফ করে দেয়া হয়। এবং সাউন্ড বক্সে জানানো হয় যেন কেউ প্যানিক না করে যত দ্রুত সম্ভব স্ট্যাডিয়াম ত্যাগ করেন। যদিও সেসময় ফ্লাডলাইটের সমস্যাকে কারণ হিসেবে আখ্যা দেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, নতুন করে দেশটিতে পাকিস্তানের হামলার পর লোকপূর্ণ এই জায়গাটিও হামলাম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এমন শঙ্কায় আইপিএলের ম্যাচটি চলাকালীন অবস্থায়ই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পাকিস্তানি হামলার শঙ্কায় আইপিএল ম্যাচ চলাকালীনই বন্ধ করলো ভারত





প্রসঙ্গত, ধর্মশালা স্টেডিয়ামটি ভারতের পাঠানকোট এলাকা থেকে একশো কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। আর সেই পাঠানকোটের এয়ারবেসকেই পাকিস্তান ড্রোন হামলার টার্গেট করে আজ হামলা চালায়। যদিও সেই হামলাকে এন্টি মিসাইল সিস্টেম দিয়ে ভারত আটকে দেয়। কিন্তু যার আতংক থেকে যায় সেই এলাকা এবং তাঁর পার্শ্ববর্তী সব এলাকা ঘিরে। ফলে আইপিএলের মত জনপ্রিয় আসরের ম্যাচটি বন্ধ করতে বাধ্য হয় ভারত। যদিও এবারের আইপিএল টুর্নামেন্টটি আদৌ আর চলবে কিনা তা আসরের গভর্নিং বডি থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইপিএল এবং পিএসএল দুটি আসরই সমাপ্ত হওয়ার কোন সম্ভাবনা আপাতত দেখছেন না বিশ্লেষকরা।
কেননা, আজ ভারত কর্তৃক পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্ট্যাডিয়ামে যেভাবে হামলা করা হয়েছে তাতে দুই দেশের একে অপরের প্রতি ক্ষোভ আর হিংস্র মনোভাব আরো বেশি করেই ফুটে উঠেছে যেখানে ভারত এক ধরনের গাঁয়ে পড়েই আগ্রাসী ভুমিকা পালন করছে!
তাই স্বাভাবিকভাবেই ধারণা করা যাচ্ছে যে ইতিমধ্যেi এক দেশ আরেক দেশ থেকে হামলা তীব্রতর করার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে।